School Building

আমাদের বিদ্যালয় ভবন

বনগ্রাম কি, ম, স, মাধ্যমিক বিদ্যালয়ের সুন্দর ও আধুনিক ভবন

School Assembly

সমাবেশ

শিক্ষার্থীদের সুশৃঙ্খল সমাবেশের একটি মুহূর্ত

Multimedia Classroom

আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম

উচ্চ মানের আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম, যেখানে শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমে শেখে।

School Campus

আমাদের সম্পর্কে

বনগ্রাম কিষাণ মজদুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়টি এলাকার সচেতন জনগোষ্ঠী সম্মিলিত হয়ে ১৯৭২ সালের জানুয়ারি মাসে শুরু করেন। তৎকালীন সময়ে রাস্তাঘাট ভালো না থাকায় পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোতে গিয়ে লেখাপড়া করা দুষ্কর ছিল। তখন বনগ্রাম ,ডাঙ্গাপাড়া, র-নগর,মণ্ডলগাতী, মহিমা নগর, উথালি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। প্রথমে বনগ্রাম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় বিদ্যালয়টির পাঠদানের কাজ শুরু হয়। বিভিন্ন দানশীল ব্যক্তি বিদ্যালয়ের নামে ভূমি দান করেন। তাদের মধ্যে রয়েছে বনগ্রাম নিবাসী মৃত গোকুল চন্দ্র বিশ্বাস ও তার ওয়ারিশগণ বিশেষভাবে উল্লেখযোগ্য। সর্বোপরি এলাকার সর্বস্তরের জনগণের চেষ্টায় বিদ্যালয়টি বর্তমান তার নিজস্ব ঠিকানায় প্রতিষ্ঠিত হয়। এবং এজন্যই বিদ্যালয়টি বনগ্রাম কিষান মজদুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচিতি লাভ করে।